প্রকাশিত: 16/10/2019
রানীর ভাষণ ৩১ অক্টোবর ।
যুক্তরাজ্যের পার্লামেন্ট অধিবেশন টি নতুন করে শুরু করতে রানী দ্বিতীয় এলিজাবেথ তার এই উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট পরিকল্পনার প্রতিধ্বনি করেছেন । ৩১ অক্টোবর ইইউ ছেড়ে বেরিয়ে যাওয়াই সরকার এর জন্য অগ্রাধিকার বলে জানিয়েছেন । রাজকীয় আড়ম্বরের সঙ্গে রাজনীতি মেশানো ওই ভাষণে রানী সামনের বছরে সরকারের পরিকল্পনাগুলোর রূপরেখা তুলে ধরেছেন। তারপর সে সোনালি সিংহাসনে বসে রাণী পড়ে শুনালেন বরিস জনসনের ব্রেক্সিট পরিকল্পনার পাশাপাশি আরও জানান অপরাধ , স্বাস্থ্য ও পরিবেশন সহ দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে সরকারি নীতির তালিকা বলেন । যে তালিকা রানীর জন্য লিখে দেয়া হয়েছে সরকার থেকে। ব্রেক্সিট নিয়ে অনিশ্চয়তা না কাটলেও প্রধানমন্ত্রী বরিস জনসন এখনো ব্রেক্সিটের নির্ধারিত সময় সীমাতেই অটল। এ বিষয়ে রানী তার ভাষণে বলেছেন, আমার সরকার সবসময়ই ৩১ অক্টোবরে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়েছে। মুক্ত বাণিজ্য এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ভিত্তিতে ইইউর সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য কাজ করতে আমার সরকার ইচ্ছুক আছে।