ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবি ক্রমেই তীব্র হচ্ছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবি ক্রমেই তীব্র হচ্ছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি ক্রমেই তীব্রতর হচ্ছে। করোনা মোকাবেলার অব্যবস্থাপনা, দুর্নীতি মামলাসহ একাধিক অভিযোগে তার পদত্যাগের দাবি দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

গত কয়েক মাস থেকে থেমে থেমে তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠলেও গতকাল শনিবার রাতে তার বাসভবচনের সামনে আবারও শত শত মানুষ জমায়েত হয়ে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করতে থাকেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস

আন্দোলনকারীদের দাবি, নেতানিয়াহু দুর্নীতির দায়ে আদালতে ট্রায়ালের সময় প্রধানমন্ত্রী পদে থাকার অধিকার নেই। তাতে বিচার কাজে হস্তক্ষেপের সম্ভাবনা থাকে।

উল্লেখ্য, বর্তমানে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ নেওয়া এবং বিশ্বাসভঙ্গের মতো তিনটি মামলা চলমান। আগামী ২৩ মার্চ জাতীয় নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মাঝে সময় পার করছেন।

আরও পড়ুন

×