অভ্যুত্থানের বিরুদ্ধে পুরো মিয়ানমার জুড়ে উত্তেজনা, জলকামান ব্যবহার

অভ্যুত্থানের বিরুদ্ধে পুরো মিয়ানমার জুড়ে উত্তেজনা, জলকামান ব্যবহার

মিয়ানমারের সেনাবাহিনী গণতন্ত্র নেতা সু চিকে ক্ষমতাচ্যুত করে আটক রাখার বিরুদ্ধে পুরো দেশজুড়ে আন্দোলনে নেমেছে সেখানকার জনগণ। বিশেষ করে সেদেশের শ্রমিক, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা ও সরকারি চাকুরিজীবিরা।

বিবিসি'র প্রতিবেদনে উঠে এসেছে, হাজার হাজার বিক্ষোভকারী দেশটির প্রধান শহর ইয়াঙ্গুন এবং মান্দালায় জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এদিকে মিয়ানমারের রাজধানী নেপিডোতে জনস্রোত থামাতে সেনাবাহিনী জলকামান ব্যবহার করেছে।

গত এক দশকে এটি দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ বলে ধারণা করা হচ্ছে। দেশটির বিভিন্ন শহরসহ নেপিডোতে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে।

বিক্ষোভে হাজার হাজার শ্রমিক, শিক্ষক, কর্মমর্তা-কর্মচারী, ব্যাংকার, আইনজীবিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশ নেন।

আরও পড়ুন

×