প্রকাশিত: 09/02/2021
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী সীমান্ত এলাকা দেশ মা হাট বাজার থেকে গতকাল সোমবার দুপুরে এক শিশুসহ তিনজন রোহিঙ্গাকে আটক করেছে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তারা মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন বলে জানা গেছে। তবে তাদের উদ্দেশ্য কি তা জানা যায়নি।
তাদেরকে ফুলবাড়ীর পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের সীমান্ত এলাকা দেশ মা হাট বাজার থেকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলেন মজিবুর রহমান (২৭), তার স্ত্রী সাদেকুন হানার এবং তাদের সন্তান রহমত হোসেন।
বিনাইল ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. মাকসুদা বেগম বলেন, দেশ মা বাজারে দীর্ঘসময় থেকে এক শিশুসহ স্বামী স্ত্রী চুপচাপ রাস্তার পাশে বসে ছিলেন। এসময় স্থানীয়রা তাদেরকে ঠিকানা জানতে চাইলে তারা কিছুই বলতে পারেন’নি। তিনি গিয়ে তাদেরকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান তিনি। পরে বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পুলিশ ও বিজিবিকে জানানো হয়।
বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন তারা মিয়ানমান থেকে এসেছেন। পরে তিনি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ককে মুঠোফোনে বিষয়টি জানালে বিজিবি সদস্যরা এসে তাদেরকে চৌথা বিওপি ক্যাম্পে নিয়ে যান।
ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্লাহ আবেদ বলেন, দেশ মা বাজার থেকে এক শিশুসহ তিন রোহিঙ্গাকে আটকের খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদেরকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে চৌঠা বিওপি ক্যাম্পে দোভাষির মাধ্যমে জিজ্ঞাসাবাদ করলে তারা রোহিঙ্গা নিশ্চিত হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা বসবাসের উদ্দ্যেশে সীমান্তে এসেছিলেন।
তিনি আরো বলেন, এখনো সঠিকভাবে জানা যাচ্ছে না যে, তারা কোথা থেকে এসেছেন কিংবা কি উদ্দেশ্যে এসেছেন। বিস্তারিত তথ্যের জন্য রোহিঙ্গা ক্যাম্পে বার্তা পাঠানো হয়েছে। সেখান থেকে ফিরতি বার্তা আসলেই বিস্তারিত জানা যাবে।