থোয়াইংগা কাটা ছাত্র ও যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পূর্ণ।

প্রকাশিত: 09/02/2021

মোস্তফা কামাল (সোহাগ)

থোয়াইংগা কাটা ছাত্র ও যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পূর্ণ।

কক্সবাজার জেলা রামু উপজেলায় খুনিয়া পালং উইনিয়নে ১নং ওয়ার্ডের মিলঘর ষ্টেশন সংলগ্ন, থোয়াইংগা কাটা ছাত্র ও যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পূর্ণ হয়েছে। সহযোগিতায়ঃ অভিযাত্রিক ব্লাড ব্যাংক । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুনিয়াপালং ইউনিয়নের দুই-দুই বার সফল চেয়ারম্যান জনাব, সাংবাদিক আব্দুল মাবুদ, উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক জনাব, ডাঃ নসুরুল্লাাহ (রায়হান), উপস্থিত ছিলেন সাংবাদিক দিদারুল আলম (জিসান), উপস্থিত ছিলেন, সমাজ সেবক আব্দুর রহিম, সহ প্রমুখ। খুনিয়াপালং এর সফল চেয়ারম্যান জনাব, আব্দুল মাবুদ কে, দিয়ে অনুষ্ঠানের কর্মযক্রম আরম্ভ করেন, সমাজ সেবক জনাব, ডাঃ নসুরুল্লাহ সহ প্রায় তিনশত জনসাধারণের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত ছিল। এই সময় সংগঠনের উপলক্ষে দিকনির্দেশনা মূলক বক্তব্য দিতে গিয়ে আব্দুল মাবুদ সহ-বক্তারা বলেন, এটি একটি স্বেচ্ছাসেবী মূলক সংগঠন, আপনারা এই সমস্ত সমাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি, তিনি আরো বলেন, এইরকম সমাজ সেবা মূলক কাজ করাতে, আপানাদের কে, আমরা ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাই, আপনারা চাইলে এই দেশ থেকে এই সমাজ থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে পারেন। "মাদক কে না বলুন " এই স্লোগান দিতে গিয়ে তিনি আরো বলেন, বর্তমানে অধিকাংশ যুবকেরাই সমাজের ঘৃণ্যতম কাজ মাদকের সঙ্গে জড়িত, আমি আপনাদের কে অনুরোধ করব, আপনারা নিজেরাও মাদক থেকে দূরে থাকবেন এবং অন্যান্যদেরও দূরে থাকার উদ্ধুদ্ধ করবেন, অত্র সংগঠনের দীর্ঘায়ু কামনা সহ উপস্থিত সকল তরুণদের ভবিষ্যত জীবনের উজ্জ্বল কামনা করে বক্তারা বক্তব্যের সমাপ্তি করেন।

আরও পড়ুন

×