দেশের কারাগার গুলোর মধ্যে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন লক্ষ্মীপুর জেলা কারাগারের বন্দীরা

প্রকাশিত: 10/02/2021

আব্দুল মালেক নিরব 

দেশের কারাগার গুলোর মধ্যে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন লক্ষ্মীপুর জেলা কারাগারের বন্দীরা

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সারা দেশে সরকারি উদ্যোগে সংক্রামক মরণ ব্যাধি কোভিড- ১৯এর ভ্যাকসিন কার্য্যক্রম পরিচালিত হচ্ছে। ভ্যাকসিন কার্য্যক্রমের অংশ হিসেবে দেশের কারাগার গুলোর মাঝে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ কার্য্যক্রম পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা কারাগার। মঙ্গলবার ৯ ফেব্রুয়ারী বিকাল ৩ ঘটিকার সময় লক্ষ্মীপুর জেলা কারাগারে বয়স্ক বন্দীদের মাঝে বিনা মূল্যে করোনা ভ্যাকসিন কার্য্যক্রম পরিচালিত হয়। প্রথম দফায় ১৮জন বয়স্ক বন্দীদের কে করোনার ভ্যাকসিন দেওয়া হয়। পর্যায় ক্রমে সকল বন্দীদের কে কোভিট-১৯ এর ভ্যাসিন দেওয়া হবে।

এসময় ভ্যাকসিন কার্য্যক্রমের উদ্বোধন করেন, লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডাঃ নাহিদ। 

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা কারাগারের জেল সুপার, মোহাম্মদ রফিকুল কাদের, 

ডেপুটি জেলার, মোহাম্মদ তোফায়েল আহমেদ, প্রধান কারারক্ষী, মোহাম্মদ নাছির উদ্দীন, কারা হাসপাতালের সহকারী সার্জন, ডাঃ মোহাম্মদ মাহামুদুর রহমান,

এসময় ভ্যাকসিন কার্য্যক্রম পরিচালনা করেন, ডাঃ হাবিবুর রহমান, ডাঃ জান্নাতুল ফেরদাউস, ডাঃ প্রেমা ভৌমিক সহ যুব রেড ক্রিসেন্টের সদস্য বৃন্দ।

 জেল সুপার রফিকুল কাদের ভ্যাকসিন গ্রহণ কার্য্যক্রমে অংশ নিয়ে বলেন, দেশের কারাগার গুলোর মধ্যে লক্ষ্মীপুর জেলা কারাগারের বন্দীরা প্রথম কোভিট- ১৯ এর ভ্যাকসিন গ্রহন করেছে।প্রথম দফায় ১৮ জন বন্দীকে এই ভ্যাকসিন দেওয়া হয়। পর্যায় ক্রমে সকল বন্দীদের কে ভ্যাকসিন দেওয়া হবে।

 

 

আরও পড়ুন

×