ইরানের জব্দ করা ১০ লাখ ব্যারেল তেল আমেরিকা বিক্রি করেছে!

ইরানের জব্দ করা ১০ লাখ ব্যারেল তেল আমেরিকা বিক্রি করেছে!

আমেরিকা যুক্তরাষ্ট্র ইতোমধ্যে নিষেধাজ্ঞার অধীনে ২০২০ সালে আটককৃত ১০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল বিক্রি করেছে। বুধবার কাতারভিত্তিক আল-জাজিরা মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায়।

ইরানের উপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে গত বছর আমেরিকা চারটি ট্যাংকারে তেহরান থেকে ভেনেজুয়েলায় পাঠানো ১২ লাখ ব্যারেল জ্বালানী তেল জব্দ করেছিল।

জব্দ করার পর সেখান থেকে প্রচুর পরিমাণ তেল অন্যান্য জাহাজে করে যুক্তরাষ্ট্রে প্রেরণ করা হয়েছিল। ইরানের জব্দকৃত তেল বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় মদদে সহিংসতার শিকারদের মধ্যে বিতরণ করা হবে জানানো হয়।

মার্কিন বিচার বিভাগের একজন মুখপাত্র বলেছেন, জব্দকৃত ইরানি তেল বিক্রি করা হয়েছে, তবে বিক্রিত অর্থের পরিমাণ কত তা জানা যায়নি।

আরও পড়ুন

×