প্রকাশিত: 12/02/2021
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থী সাবেক জেলা পিপি অ্যাডভোকেট এনামুল হক আর সাধারণ সম্পাদক পদে পূনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হোসেন জিয়া উদ্দিন। বুধবার গভীর রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মোট ১৯টি পদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেল সাধারণ সম্পাদকসহ ১৪ পদে জয় লাভ করেছে।
আওয়ামীপন্থী চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকসহ ১৪ পদে জয় লাভ করেছে আমাদের প্যানেল। বিএনপিপন্থী প্যানেল সভাপতিসহ ৫টি পদে জয় পেয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটে সমিতির ১৯টি পদের জন্য ৪০ প্রার্থী অংশ নেন। এতে আওয়ামীপন্থী হিসেবে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপিপন্থী হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেল দেয়।