প্রকাশিত: 14/02/2021
দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শিবলী সাদিক বলেছেন, ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশ অনেক দুর এগিয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনেক কঠিন জিনিস সহজে জানতে পারছে সাধারণ মানুষ।
সারাদেশে ইন্টারনেট ওয়াইফাই ব্যাপক বিস্তার শুরু করেছে। শীঘ্রই ২ লাখ বেকারের কর্ম সংস্থান সৃষ্টি করবে স্বাধীন ওয়াই ফাই। ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে স্বাধীন ওয়াইফাই সেবা প্রদান করা হচ্ছে। গ্রামের সাধারণ মানুষের মধ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে স্বাধীন ওয়াইফাই।
ইন্টারনেটের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যাতে ভালো কিছু অর্জন করতে পারে সেটাই আশা করি। গত শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে স্বাধীন ওয়াইফাই (প্লেক্সাস ক্লাউড)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন তিনি।
স্থানীয় কুশদহ আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও স্বাধীন ওয়াইফাই এর সেলস ও মার্কেটিং রংপুর বিভাগের এরিয়া ম্যানেজার মো. শাহাদত আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীন ওয়াইফাই (প্লেক্সাস ক্লাউড)- এর সি.ই.ও মো. মোবারক হোসেন, কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মো. সায়েম সবুজ, অধ্যক্ষ শহীদুর রহমান, স্বাধীন ওয়াইফাই এর জেনারেল ম্যানেজার মো. আনোয়ার হোসেন, আফতাবগঞ্জ শাখা ব্যবস্থাপক আবু সায়েম মো. সজল প্রমুখ। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।