প্রকাশিত: 14/02/2021
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কমপ্লেক্সে গতকাল শনিবার মহামারী মুক্তির প্রত্যাশায় করোনাভাইরাস প্রতিরোধের টিকা গ্রহণ করলেন উদীয়মান তরুণ সাংবাদিক ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ মার যুগ্ম বার্তা সম্পাদক, আমরা করব জয় সংগঠনের সংগঠক প্লাবন শুভ (২৪)। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড় দেখা গেছে টিকাগ্রহণকারী বিভিন্ন বয়সী নারী পুরুষের।
সম্মুখ সাড়ির সংবাদিক হওয়া সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে টিকা গ্রহণ করেন সাংবাদিক প্লাবন শুভ। তিনি জাতায় বিভিন্ন গণমাধ্যমে কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে এগিয়ে থাকেন। করোনাভাইরাসের সূচনা থেকেই নিজের জীবনের পরোয়া না করেই দেশবাসির কাছে নিজ এলাকার চিত্র তুলে ধরাসহ মানুষকে উদ্বুদ্ধকরণে এগিয়ে ছিলেন। তার এমন সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছে প্রশাসনসহ বিভিন্নস্থারের মানুষ।
সাংবাদিক প্লাবন শুভ বলেন, বয়স অল্প হওয়ার সত্ত্বেও আমি টিকা নিয়ে গর্ববোধ করছি। আমি প্রথমেই দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। টিকা নিয়ে যারা গুজব রটাচ্ছেন তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি।
এদিকে সকাল থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণ করতে মানুষের ঢল নামে। উপচে পড়া ভিড় সামাল দিতে মাইকিংয়ের মাধ্যমে শুশৃংঙ্খলভাবে সিরিয়াল দেওয়া হচ্ছে। দুইটি পৃথক কক্ষে নারী-পুরুষদেরকে টিকা প্রদান করা হচ্ছে। গতকাল শনিবার সাংবাদিক প্লাবন শুভসহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক দেশ মা নির্বাহী সম্পাদক চন্দ্র নাথ গুপ্ত চাঁন্দা, সাংগঠনিক সম্পাদক মাই টিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু টিকা গ্রহণ করেন। এছাড়াও টিকা গ্রহণ করেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। সকলের মনে স্বস্তি দেখা দিয়েছে।