শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প থেকে ২৬১ জন রোহিঙ্গা ভাসান চরের উদ্দেশ্যে গমন 

শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প থেকে ২৬১ জন রোহিঙ্গা ভাসান চরের উদ্দেশ্যে গমন 

টেকনাফ বাহারছড়া শামলাপুর ২৩ নং রোহিঙ্গা শিবির থেকে ৫১ পরিবারের ২৬১ জন রোহিঙ্গা নারী-পুরুষ শিশুসহ বাতিলকৃত শামলাপুর ২৩নং ক্যাম্প থেকে ভাসান চরের উদ্দেশ্যে ক্যাম্প ছেড়েছে। 

সুত্রে জানা যায়, শনিবার (১৩ ফেব্রুয়ারি) সাড়ে ৪.০০ টার দিকে বাহারছড়া শামলাপুর ফুটবল খেলার মাঠ থেকে শামলাপুর ২৩ নং রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ব্লক হতে স্ব-ইচ্ছায় ভাষানচর যেতে ইচ্ছুক ৫১ টি পরিবারের ২৬১ জন রোহিঙ্গা সদস্য জাতীয় বিশেষ নিরাপত্তা সংস্থা কর্তৃক প্রদানকৃত  ৫টি বাস ও ৫টি ট্রাক  যোগে উখিয়া টানজিট ক্যাম্পে গমন করে। আগামী কাল উখিয়ার হতে ভাষানচর গমন করবে বলে এমন তথ্য জানা গেছে।

আরও পড়ুন

×