প্রকাশিত: 15/02/2021
লক্ষীপুরস্থ কমলনগরের স্থানীয় চর লরেঞ্চ বাজারে আজ রবিবার সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্ম সূচির স্বেচ্ছাসেবকদের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্স্বণকার গলিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা টিমলিডার সামছুদোহা খোন, লরেঞ্চ ইউনিয়ন টিমলিডার ইসমাইল হোসেন লিটন, ইউনিট লিডার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফারুক, কমলনগর প্রেসক্লাবের অর্থ সম্পাদক নাসির মাহমুদ সহ বিভিন্ন ইউনিট লিডার ও সদস্যগণ।
“মুজিব বর্ষেরপ্রতি শ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুত”। এই প্রতি পাদ্য নিয়ে বক্তারা কভিড-১৯ এর টিকা গ্রহণ করার জন্য সবাইকে অনুপ্রণিত করেন।