ইরান ইসরাইলকে সমুচিত জবাব দেবে সিরিয়ায় অভিযান চালালে

ইরান ইসরাইলকে সমুচিত জবাব দেবে সিরিয়ায় অভিযান চালালে

ইরান সিরিয়ায় অবৈধভাবে ইসরাইল সামরিক অভিযান পরিচালনা করলে সমুচিত জবাব দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেছে। দেশটির পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী আলী আসগার খাজি বলেন, সিরিয়া সরকারের অনুরোধের সাড়া দিয়ে সিরিয়ায় সামরিক উপদেষ্টা পাঠানো হয়েছে। 

তিনি রাশিয়ার স্পুটনিক বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, দামেস্কের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের কোনো আবেদন পায়নি তেহরান সরকার। সিরিয়ার সরকার যতদিন চাইবে ততদিন সেদেশে ইরানের সামরিক উপস্থিতি বজায় রেখে কাজ করে যাবে। 

তিনি আরও বলেন, সেসব দেশকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে যেসব দেশ সিরিয়ার অনুমতি না দিয়ে অবৈধভাবে দখলদারিত্ব কায়েম রেখেছে।

সিরিয়ায় মোতায়েন হিজবুল্লাহ ও ইরানি সৈন্যদের উপর ইহুদিবাদী ইসরাইলের বিগত দিনের হামলা সম্পর্কে খাজি বলেন, দায়েশসহ উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ায় ইরানের সৈন্য অবস্থান করছে। তাই ইহুদিবাদী ইসরাইল ইরানের রেডলাইন অতিক্রম করার চেষ্টা করলে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে। ইরানের এসব জবাবে তেল আবিবকে অনুতপ্ত করতে বলে তিনি উল্লেখ করেন। সূত্র: পার্সটুডে

আরও পড়ুন

×