লক্ষীপুরের রামগতিতে আওয়ামীলীগ প্রার্থী মেজবাহ উদ্দিন মেজু বিজয়ী

লক্ষীপুরের রামগতিতে আওয়ামীলীগ প্রার্থী মেজবাহ উদ্দিন মেজু বিজয়ী

লক্ষীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এম মেজবাহ উদ্দিন মেজু দ্বিতীয়বারের মত নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারি এ ফলাফল ঘোষণা করা হয়।

মেজবাহ উদ্দিন মেজু নৌকা প্রতীক নিয়ে ১০৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবি আবদুল্যাহ (নারিকেল গাছ) প্রতীক ৪৫৫ ভোট পেয়েছেন ও বিএনপি’র প্রার্থী শাহেদ আলী (ধানের শীষ) পেয়েছেন ৩৮৭ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নবনির্বাচিত মেয়র মেজবাহ উদ্দিন মেজু লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সাবেক রামগতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা এম অজিউল্লাহ মিয়ার ছেলে।

আরও পড়ুন

×