প্রকাশিত: 15/02/2021
লক্ষীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এম মেজবাহ উদ্দিন মেজু দ্বিতীয়বারের মত নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারি এ ফলাফল ঘোষণা করা হয়।
মেজবাহ উদ্দিন মেজু নৌকা প্রতীক নিয়ে ১০৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবি আবদুল্যাহ (নারিকেল গাছ) প্রতীক ৪৫৫ ভোট পেয়েছেন ও বিএনপি’র প্রার্থী শাহেদ আলী (ধানের শীষ) পেয়েছেন ৩৮৭ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নবনির্বাচিত মেয়র মেজবাহ উদ্দিন মেজু লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সাবেক রামগতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা এম অজিউল্লাহ মিয়ার ছেলে।