রাণীশংকৈল পৌর নির্বাচনে, আওয়ামীলীগের ৫ বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করে জয় পেলেন নৌকা

রাণীশংকৈল পৌর নির্বাচনে, আওয়ামীলীগের ৫ বিদ্রোহের  বিরুদ্ধে লড়াই করে জয় পেলেন নৌকা

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ১৪ ফেব্রুয়ারি রবিবার পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান (নৌকা প্রতীক) ২৮০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।  তার নিকটতম প্রার্থী হলেন মোকাররম হোসেন (ইস্ত্রি) পেয়েছেন ২৩৭১ ভোট । বর্তমান মেয়র আলমগীর সরকার (ক্যারামবোর্ড)  ২৩২১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। 

সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত  হলেন হালিমা আক্তার ডলি ১,২,ও ৩ নং ১৮৭৩ ভোট, মনোয়ারা বেগম ৪,৫,৬ নং ১৬৩৫ ভোট, কামরুন্নেসা ৭,৮,৯ নং ওয়ার্ড ১৫৫৫ ভোট । নির্বাচিত পুরুষ কাউন্সিলরা হলেন ১নং ওয়ার্ড নূর আলম ৬৪৭ ভোট,২ নং ওয়ার্ড জুয়েল রানা ১০২৮ ভোট,৩ নং ওয়ার্ড ইসাহাক আলী ৬৭৮ ভোট ,৪ নং ওয়ার্ড মতিউর রহমান ৩৪৮ ভোট, ৫ নং ওয়ার্ড আবু তালেব ৮২৯ ভোট,৬ নং ওয়ার্ড আঃ রাজ্জাক ৩৬৭ ভোট, ৭ নং ওয়ার্ড রুহুল আমিন ৩৯১ ভোট,৮ নং ওয়ার্ড শরিফুল ইসলাম ৭৬২ ভোট,৯ নং ওয়ার্ড মিঠুন রানা ৪৫৯ ভোট । 

প্রসঙ্গত: রাণীশংকৈল পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪৭০২ ।

প্রদত্ত ভোট ১১৭১৬ । মেয়র প্রার্থী ছিলেন ১২ জন ও কাউন্সিলর প্রার্থী মোট ৪৫ জন । 

এই পৌরসভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন

×