কমলনগর কিশোরগ্যাং নির্মূল করবো, বিট পুলিশিং সভায় ওসি মোসলেহ উদ্দিন

কমলনগর কিশোরগ্যাং নির্মূল করবো, বিট পুলিশিং সভায় ওসি মোসলেহ উদ্দিন

১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৫টায় আইডিয়াল ল্যাবরেটরী স্কুল মাঠে ৫নং চর ফলকন ইউনিয়নের বিট পুলিশিং এই সভায় সভাপতিত্ব করেন ৫নং চর ফলকন ইউপি চেয়ারম্যান হাজ্বী হারুনুর রশিদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং চর ফলকন ইউনিয়ন আওয়ামি লীগের সভাপতি আব্দুল হাসেম পলোয়ান, সাবেক যুবলীগ নেতা আবুল বাছেদ, ইউপি সদস্য রেদোয়ান হোসেন রিপন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কমলনগর থানা অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন বলেন, মোবাইল ফোনে কোন রকম যেনো প্রতারণার শিকার না হয় এ বিষয়ে সচেতন থাকবেন। এলাকায় কিশোরগ্যাং, মাদবদ্রব্য,জুয়া, গাজা, বাল্যবিবাহ, যেনো না হয় বিষয়ে নিজেরা সচেতন থাকবেন এবং আমাকে অবহিত করবেন আমি আইনগত ব্যবস্থা নিবো।

তিনি আরো বলেন, কমলনগরে কিশোরগ্যাং নির্মূল করবো।

আরও পড়ুন

×