শুরু হচ্ছে অনলাইনে মিনি কুইজ প্রতিযোগিতা

প্রকাশিত: 17/02/2021

তানজিদ

শুরু হচ্ছে অনলাইনে মিনি কুইজ প্রতিযোগিতা

প্রকৃতিতে ফাগুন হাওয়া বইছে, মন নেচে উঠেছে বসন্ত বাতাসে। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সাগরিকা প্রকাশনীর সৌজন্য আলোকিত সকাল আয়োজন করতে যাচ্ছে মিনি কুইজ প্রতিযোগিতা ২০২১।

এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে নবম থেকে দ্বাদশ শ্রেণির যেকোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। টেস্টমোজ/গুগল ফরম এর মাধ্যমে কুইজে অংশগ্রহণ করা যাবে। ৪ (চার) মিনিট সময়ের মধ্যে কুইজটি সম্পন্ন করতে হবে। ভাষা আন্দোলন এবং বাংলা নিয়ে ২১টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। আয়োজকদের থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের থেকে ৩ (তিন) জনকে বিজয়ী ঘোষণা করা হবে। যদি একই সময়ে একই নম্বর প্রাপ্ত একাধিক ব্যক্তি থাকে তবে আগে উত্তর জমা দেওয়া ব্যক্তিই বিজয়ী হবে।

এই কুইজে অংশ নিতে ২১ ফেব্রুয়ারি, ২০২১ এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ২৬ ফেব্রুয়ারি ২০২১ রাত ৮টায় অনুষ্ঠিত অনলাইন পরীক্ষার লিংক যথাসময়ে নিবন্ধনকারীদের ই-মেইল ঠিকানায় পাঠানো হবে।

কুইজ প্রতিযোগিতা সম্পর্কে দৈনিক আলোকিত সকাল পত্রিকার বার্তা সম্পাদক শরিফুল ইসলাম সুজন বলেন, “ভাষার মাসে এমন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো তরুণদের মধ্যে ভাষা আন্দোলনসহ বাংলা ভাষার ইতিহাস জানতে আগ্রহী করা। আশাকরি এই আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাব।”

কুইজ প্রতিযোগিতার সহযোগী প্রতিষ্ঠান সাগরিকা প্রকাশনীর প্রকাশক বলেন, পুরস্কার কিংবা উপহার বই-ই সেরা। জনপ্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সকাল এর চমৎকার আয়োজনের সাথে যুক্ত হয়ে সাগরিকা প্রকাশনীও আনন্দিত।

এই প্রতিযোগিতায় বিজয়ী ৩ (তিন) জনকে সাগরিকা প্রকাশনীর সৌজন্যে বই এবং ই-সনদপত্র প্রদান করা হবে।

আরও পড়ুন

×