প্রকাশিত: 17/02/2021
রায়পুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করেছেন এডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউছার
ইঞ্জিঃ আবদুল্লাহ আল মামুন প্রধান
ফেব্রুয়ারি ১৬, ২০২১ খ্রিস্টাব্দ সকালে জনাব এডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউছার বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব ত্রান তহবিল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সুবিধা বঞ্চিত ত্যাগী নেতাদের জন্য বরাদ্দ কৃত টাকার কিছু অংশ রায়পুরা উপজেলা শাখা আওয়ামী লীগের তৃনমুল পর্যায়ের নেতাদের জন্য বিতরণ অব্যাহত রেখেছেন। সর্বশেষ বিতরণ করা টাকার পরিমাণ ১০ লাখ টাকা এবং এই পর্যন্ত সর্বমোট বিতরণ করা টাকার পরিমাণ প্রাই এক কোটি ৫০ লাখ টাকা।
রায়পুরা উপজেলা আওয়ামী লীগের তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দ আওয়ামী লীগের সভানেত্রীর থেকে সাহায্য সহযোগিতা পেয়ে খুভ আনন্দিত এবং দলের পক্ষ থেকে এই ধরা অব্যাহত রাখতে তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন।
এডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউছার প্রধানমন্ত্রীর সাহায্য বিতরণ কালে দেওয়া বক্তব্যে বলেন, “অনেক সুবিধাবাদী লোক দলের সু-সময়ে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার আশায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতা হওয়ার জন্য খুভ চেষ্টা করেন ও প্রয়োজনে জেলা ও বিভাগীয় যে কোন পদ পাওয়ার জন্য সব কিছু করে থাকেন। কিন্তু আওয়ামী লীগের জন্য মাঠে ও আন্তরিক ভাবে কাজ করেন না। এমনকি তারা নৌকা প্রতিকের বিরুদ্ধে অন্তরালে বিদ্রোহীদের জন্য কাজ করেন। তারা যখন যে ভাবে পারেন নিজের জন্য কামায় করে নেন কিন্তু সুবিধা বঞ্চিত ত্যাগী নেতাদের কথা একেবারেই ভাবেন না।“
এডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউছার নরসিংদী জেলার ও রায়পুরা উপজেলার একজন দক্ষ আওয়ামী রাজনৈতিক, সমাজ সেবক, সংগঠক এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম নেতা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সনামধন্য একজন আইনজীবি।
উপহার বিতরণ কালে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব ইমান উদ্দিন ভূঞা ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মিজানুর রহমান চৌধুরী। জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দিপু মাহমুদ, আওয়ামী লীগ নেতা তুফাজ্জল হোসেন, নজরুল ইসলাম করিম, একেএম মহিউদ্দিন, হুমায়ুন কবীর মনির, এনায়েত উল্লাহ ভূঞা, রফিকুল ইসলাম, আশরাফ ভূঞা, সিরাজ মিয়া, মশিউর আলম কনক, কিরন মিয়া, সানাউল্লাহ ভূঞা, মজিুবর রহমান, আবুল হোসেন, আলমগীর হোসেন, ফরিদ ডাক্তার, শাহীন খন্দকার, মাহবুব হোসেন, সাইফুল মেম্বার, ইঞ্জিঃ মামুন মিয়া, মহিবুল হক রিপন ও অন্যান্য নেতৃবৃন্দ।