ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিন্ধান্তের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সামনে এ কর্মসূচীর আয়োজন করে দলটির জেলা শাখা।

এতে জেলা বিএনপি আহ্বায়ক এ্যাড. এস এম মশিউর রহমান, সদস্য সচিব এ্যাড.এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, আখতারুজ্জামান, সদস্য আলাউল হক আলা, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান শেখর, থানা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক বক্তব্য রাখেন।

বক্তারা বলেন শহীদ জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিন্ধান্ত নিলে তার পরিণতি ভাল হবে না। বিএনপি নেতাদের অভিযোগ স্বাধীনতা যুদ্ধে ভারতের বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে আ’লীগ নেতারা যখন আরাম আয়েশে ফুর্তি করে বেড়াচ্ছিল তখন জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়ে হতাশাগ্রস্থ জাতিকে জাগিয়ে তুলেছিল। বক্তাগন ঢাকায় বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশি হামলার নিন্দা জানান।

আরও পড়ুন

×