নিউজিল্যান্ড আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে

নিউজিল্যান্ড আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে

রাজনৈতিক সমাধানের ভালো সম্ভাবনা থাকায় নিউজিল্যান্ড ঘোষণা করেছে মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে বাকি সেনা প্রত্যাহার করবে। দেশটি গত ২০ বছর ধরে সেখানে সেনা মোতায়েন করে রেখেছে। সৈন্য মোতায়েনের ক্ষেত্রে এটি ওয়েলিংটনের দীর্ঘতম রেকর্ড।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন বলেছেন, সংকটগ্রস্ত দেশের অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়া রাজনৈতিক সমাধানের জন্য একটি ভাল সুযোগ তৈরি হয়েছে। তাই এই মুহুর্তে নিউজিল্যান্ড ডিফেন্স ফোর্স (এনজেডডিএফ) থাকার দরকার নেই।

এক বিবৃতিতে তিনি বলেন, আফগানিস্তানে ২০ গত বছর ধরে এনজেডএফের উপস্থিতির পর এখন সেনাদের ফিরে আসার সময়। তিনি আরও বলেন, আফগানিস্তানে সেনা মোতায়েন করা আমাদের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে আক্রমণ করার পর নিউজিল্যান্ডের প্রতিরক্ষা ও অন্যান্য সংস্থার সাড়ে তিন হাজারেরও বেশি সদস্য মোতায়েন ছিল।
 

আরও পড়ুন

×