প্রকাশিত: 22/02/2021
লক্ষ্মীপুরের কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে উপজেলার শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়াও আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
রাত ১২টা ১মিনিটে প্রথমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কমলনগর থানা, স্থানীয় সাংসদের পক্ষে, উপজেলা আ’লীগ, জাতীয় সমাজ তন্ত্রিক দল-জেএসডি, বাসদ, প্রেসক্লাব, বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। পরে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আকতারুজ্জামান, স্থানীয় সাংসদ প্রতিনিধি ও উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার একেএম নুরুল আমিন। সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু তাহের, মো. সফিক উদ্দিন, মুক্তিযোদ্ধা মাষ্টার মফিজ উদ্দিন ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মজিদ প্রমূখ।