প্রকাশিত: 24/02/2021
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে সোশ্যাল মিডিয়ার গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়েলেন্স বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় স্থানীয় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদুল হাসান।
এতে থানার উপ পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, সাবেক পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, সাবেক টিটি গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার, পৌর কাউন্সিলর হারান দত্ত, কাউন্সিলর মাজেদুর রহমান মাজেদ, কাউন্সিলর আব্দুর মজিদ, মহিলা কাউন্সিলর তনজু আরা বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তার, উপ পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. আলাল, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. মাসুদ প্রমুখ।
এতে বিভিন্ন বয়সী স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।