রামু রাজারকুল ইউনিয়নের টমটম চালক শাহীন সরওয়ার কাজলের কান্না

রামু রাজারকুল ইউনিয়নের টমটম চালক শাহীন সরওয়ার কাজলের কান্না

সুতরাং বাংলাদেশের মানুষের আজ এ অবস্থা কেন। হাজার হাজার বনভূমি গিলে খাচ্ছে রোহিঙ্গা, এনজিও, স্থানীয় নেতা সহ প্রভাবশালী মহল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কক্সবাজার বনবিভাগ! শুধু স্থানীয় গরীব মজলুম অসহায় ভূমিহীন মানুষদের উপর খবরদারী চলে তাদের! একটু মাথা গোঁজার জায়গায় হয়না এই অসহায় পরিবারের। ধিক্কার জানাই এইসব বনবিভাগ কর্মকর্তাদের। রামু রাজারকুল ইউনিয়নে অসহায় টমটম চালক শাহীন সরওয়ার কাজলের কান্না কে থামাবে। তার একমাত্র শেষ সম্বল বাড়ি টি ভেঙে দিয়েছে কক্সবাজার উত্তর বনবিভাগ। সেই এখন তার স্ত্রী সহ দুই শিশু সন্তান নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতেছে।

আরও পড়ুন

×