পাকিস্তান ইরানের সাথে যৌথ মহড়া করতে চায়

পাকিস্তান ইরানের সাথে যৌথ মহড়া করতে চায়

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার বলেছেন, পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে যৌথ সামরিক মহড়া করতে আগ্রহী। তিনি আরও বলেন, বিশ্বের কোন শক্তি ইরান ও পাকিস্তানের মধ্যে চলমান সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন। পাকিস্তানের সরকার ইরানের সাথে যৌথ সামরিক মহড়া আয়োজনের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনারেল বাবর এই আগ্রহ প্রকাশ করেন। তিনি আফগানিস্তানের আঞ্চলিক সুরক্ষা, নতুন মার্কিন প্রশাসনের সাথে সুসম্পর্ক, মধ্য প্রাচ্যের বর্তমান পরিস্থিতি, ইরানের নীতি এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের ভূমিকার বিষয়েও তাদের অবস্থান তুলে ধরেন।

পাকিস্তানের নৌবাহিনীর আয়োজনে 'আমান-টুয়েন্টি ওয়ান' শীর্ষক বহুজাতিক মহড়ার আয়োজন এবং সেখানে পর্যবেক্ষক হিসেবে ইরানের সামরিক প্রতিনিধি দলের উপস্থিতি প্রসঙ্গে বলেন, পাকিস্তান সরকার ও সশস্ত্র বাহিনী আঞ্চলিক দেশগুলির সহযোগিতায় এই অঞ্চলে সুরক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
 

আরও পড়ুন

×