ইরাকের খৃস্টান সম্প্রদায়ের লোক পোপ ফ্রান্সিসের সফরের অপেক্ষায়

ইরাকের খৃস্টান সম্প্রদায়ের লোক পোপ ফ্রান্সিসের সফরের অপেক্ষায়

ইরাকে মার্চের ৫ থেকে ৮ তারিখের দিকে পোপ ফ্রান্সিসের সফর সম্ভাবনায় ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সারা দেশজুড়ে। কারণ সেখানে একদিকে কভিড সংক্রমণ বাড়ছে, অন্যদিকে সাম্প্রতিক সময়গুলোতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলা বৃদ্ধি পেয়েছে। 

এরই মধ্যে খৃষ্টান সম্প্রদায়ের লোকেরা পোপের সেদেশ সফরের সম্ভাব্য দিনক্ষণ ঠিক হওয়ায় তারা সকলেই উজ্জীবিত ও আনন্দবোধ করছেন।

ইরাকের খৃষ্টান সম্প্রদায়ের লোকজনের ব্যাপারে অনেক আগে থেকে পোপ ফ্রান্সিস উদ্বেগ প্রকাশ করে আসছেন। কারণ সেখানে আইসিস গোষ্ঠী ও অন্যান্য জাতিগোষ্ঠীর দলের সহিংসতায় ইরাকের ইয়াজিদিসহ, খৃষ্টান সম্প্রদায় বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে  প্রকাশ পায়।

উল্লেখ্য, খ্রিস্টধর্মের প্রধান পুরুষ পোপ ফ্রান্সিস সারা বিশ্বে ক্যাথলিক খৃষ্টান সম্প্রদায়ের লোকদের নিকট এক আদর্শ ধর্মীয় ব্যক্তিত্ব। 
 

আরও পড়ুন

×