স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় ইসরায়েলের গোপন পরমাণু প্রকল্প

স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় ইসরায়েলের গোপন পরমাণু প্রকল্প

গত ২২ ফেব্রুয়ারি স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় ইসরায়েলের গোপন পরমাণু প্রকল্পের ছবি। এতে দেখা যায়, ইসরায়েলের ডিমোনা শহরের নিকটে শিমন পেরেস নেগেভ পরমাণু গবেষণা কেন্দ্রের রিয়েক্টরের পাশে প্রকল্পটি স্থাপন করা হয়েছে বলে ছবিতে শনাক্ত হয়। 

আর এই ছবি গত ফেব্রুয়ারিতে স্যাটেলাইটের মাধ্যমে প্রথম প্রকাশ করা হয়। এপির এক প্রতিবেদনে বলা হয়, গত এক দশকের বেশি সময় ধরে এই পরমাণুতে গবেষণা চলছে।  এই প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে নতুন এই স্থাপনা সত্যিকার অর্থে কি জন্যে নির্মাণ করা হয়েছে তা পরিস্কার করে কেউ কিছু বলতে পারছেনা।

বিষয়টি নিয়ে ইসরায়েলের সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

বিশ্বের ৪টি দেশ পরমাণু অস্ত্র সম্প্রসারণ বন্ধে যে নন-প্রোলিফেরাশন ট্রিটিতে স্বাক্ষর করেনি তার মধ্যে অন্যতম দেশটি হচ্ছে ইসরায়েল। আর অপর ৩টি দেশ হচ্ছে দক্ষিণ সুদান, ভারত ও পাকিস্তান।

মধ্যপ্রাচ্য একমাত্র পরমাণু বোমার অধিকারী ইসরায়েল হলেও তারা কখনো নিজেদের পরমাণু বোমা বানানো বা থাকার কথা স্বীকার করেনি।

আরও পড়ুন

×