শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে লক্ষীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে লক্ষীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সারা দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাস্থ্যবিধি মেনে অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে লক্ষ্মীপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ ২৭ ফেব্রুয়ারী (শনিবার) বেলা ১২ টার সময় জেলা প্রেসক্লাবের সামনে লক্ষ্মীপুর জেলার সাধারণ শিক্ষার্থী বৃন্দ এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, সারাদেশে শুধুমাত্র শিক্ষা কার্যক্রম ব্যতীত সকল কিছুই চলমান রয়েছে। রাজনৈতিক সভা-সমাবেশ, পৌর নির্বাচন, গাড়ি চলাচল, সিনেমা হল এবং কি কক্সবাজার সমুদ্র সৈকত ও জনগণের জন্য উন্মুক্ত। তার মানে কি করোনাভাইরাস শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানেই বিদ্যমান.? 

মানববন্ধন শেষে ছাত্রছাত্রীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। যা জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্র-ছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। যথা :- সাত কলেজ মায়ের কোলে আমরা কেন পদতলে.? শিক্ষামন্ত্রী ঘোষণা ছাত্রসমাজ মানে না! আমাদের ভাইয়ের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই.! জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে.! সহ বিভিন্ন ধর্মে প্রতিবাদী স্লোগান। 

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন লক্ষীপুর সরকারি কলেজ অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ লক্ষীপুর জেলার আহ্বায়ক সাহেদ সরওয়ার, লক্ষীপুর সরকারি কলেজ অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ লক্ষীপুর জেলা সদস্য সচিব এনামুল হক, লক্ষীপুর সরকারি কলেজ অনার্স প্রথম বর্ষের ছাত্র ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ লক্ষীপুর জেলার যুগ্ন আহবায়ক মোঃ ইউসুফ হোসাইন, রামগঞ্জ কলেজের ছাত্র আল আমিন পাটোয়ারী, অমিত হাসান ভূঁইয়া, নাবিলা, মোঃ বেলায়েত, ফখরুল ইসলাম, মোহাম্মদ রাফি, হাজির হাট সরকারি কলেজ এর ইন্টার প্রথম বর্ষের ছাত্র ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কমলনগর উপজেলার সদস্য সচিব নাদিম মাহমুদ মাহি, নাজমুল হাসান, লক্ষীপুর সরকারি কলেজের ছাত্র ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ লক্ষীপুর সদর উপজেলার আহবায়ক মোঃ আরিফ হোসেন সহ প্রমুখ

আরও পড়ুন

×