প্রকাশিত: 01/03/2021
লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার মেঘনা নদীর অভয়াআশ্রম আগামীকাল ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা, পরিবহন ,মজুদ ও বাজারজাত করে বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ১৩ ধারা মতে মৎস্য অধিদপ্তর এই নিষেধাজ্ঞা জারি করেছেন। গতকাল সন্ধ্যায় দুই উপজেলার নদীর তীরবর্তী এলাকায় নিষেধাজ্ঞার কথা জানিয়ে প্রচার শুরু করা হয়েছে। কমলনগর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় জাতীয় মাছ পোনা তথা জাটকা রক্ষায় ও ইলিশ সম্পদ বৃদ্ধিতে চাঁদপুরের ষাটনল হতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ম অববাহিকার ১০০ কিলোমিটারন নৌ- সীমানাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। কোস্ট গার্ডের কমলনগর কন্টিজেন্ট কমান্ডার (পেটি অফিসার) খায়রুল বাশার জানান সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে তারা প্রস্তুত রয়েছেন। কমলনগরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, নিষিদ্ধ সময়ে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাছ ধরা প্রতিরোধ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এসময় জেলেরা ৪০ কেজি করে চাল পাবেন।