রাতের আঁধারে গাছ চুরি নজর নেই সংশ্লিষ্টদের

রাতের আঁধারে গাছ চুরি নজর নেই সংশ্লিষ্টদের

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সড়কের দুই ধারে সরকারিভাবে লাগানো গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। কর্তৃপক্ষে নজরদারির অভাবের কারণে গাছগুলো চুরি হচ্ছে বলে এলাকাবাসীর ধারণা।

বন বিভাগ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় জেলা পরিষদের উদ্যোগে ফুলবাড়ী পৌরএলাকার চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাদিলাহাট পর্যন্ত সড়কের দুই ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। এরমধ্যে শিশু, রেইনট্রি, শিলকড়ই, মেহগনি, আকাশমনি, আম-কাঁঠালসহ আরো বহুপ্রজাতির গাছ রয়েছে।

পৌরএলাকার চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাদিলাহাট পর্যন্ত ঘুরে দেখা যায়, সড়কের দুই পার্শ্বে নানা আকার আকৃতির গাছ রয়েছে। নানা কারণে সেই সড়কের বহুসংখ্যক গাছ মরে গেছে। সড়কের পূর্বপ্রান্তের সেই মরা গাছসহ জীবন্ত ৯টি গাছ গোড়া থেকে কেটে লাপাত্তা ও ৫ টি গাছের গোড়ায় কাটার ক্ষত। একইভাবে পশ্চিমপ্রান্তের ৬টি গাছ লাপাত্তা ও ৫টি গাছের গোড়ায় কাটার ক্ষত রয়েছে।

১৫ টি গাছ কে বা কাহারা কেটে নিয়ে গেলো তা জানেন না কেউই। বেতদীঘি ইউনিয়নের চিন্তামন গ্রামের মো. মতি, বটু সরকার ও জামিল বলেন, কে বা কাহারা গাছগুলো কেটেছে তা জানা নাই। তবে সরকারি গাছ কারো অনুমতি না থাকলে কখনোই কেউ কাটতে পারবে না।

হয়তো মেম্বার- চেয়ারম্যানের অনুমতি নিয়েই গাছগুলো কেটেছে এক শ্রেণির মানুষ। ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চালক মো. রাজু বলেন, এলাকায় একটি গাছ চোর চক্র (সিন্ডিকেট) গড়ে উঠেছে। তারাই রাতের আঁধারে ধীরে ধীরে গাছগুলো কাটছে। প্রায় বহুসংখ্যক গাছের গোড়ায় ধারালো অস্ত্র দিয়ে চোটানোর চিহৃ রয়েছে।

বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস বলেন, প্রায় সময় ওই রাস্তার গাছের ডালপালা স্থানীয়রা কাটে। সংশ্লিষ্টদের উদাসীনতার ও নজরদারির অভাবেই রাতের আঁধারেই ওইসব গাছ চুরি হচ্ছে।

দিনাজপুর জেলা পরিষদের সদস্য মো. কামরুজ্জামান শাহ কামরু বলেন, ওই সড়কের গাছ কাটার বিষয়ে আমার কিছুই জানা নেই। তবে ওই সড়কের তিন ফিটের মধ্যে থাকা ৩৩টি গাছের টেন্ডার হয়েছে। তা শিঘ্রই কাটা হবে। এছাড়াও ওই রাস্তা সম্প্রসারণ কাজের জন্য আগামীতে সড়কের দুইধারের সকল গাছ টেন্ডারের মাধ্যমে কাটা হবে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, যেহেতু সেটি জেলা পরিষদের আওতায়। তাই জেলা পরিষদের উধ্বর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন

×