প্রকাশিত: 02/03/2021
দিনাজপুরের ফুলবাড়ীতে গত সোমবার পারিবারিক কহলে ট্রেনের নিচে ঝাঁপিয়ে আলম বাবু (৫০) নামের এক শারীরিক অক্ষম ব্যক্তি আত্মহত্যা করেছে। ঘটনাটি বিকাল চারটায় ফুলবাড়ীর পার্শ্ববর্তী মোবারকপুর রেলগেটের দক্ষিণ প্রান্তে ঘটেছে। আলম বাবু পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের বৈগ্রামের আনছার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আলম বাবু দীর্ঘদিন থেকে প্যারালাইসিসে ভুগছিলেন। তিনি একজন কৃষক ছিলেন। গতকাল সোমবার চারটায় মোবারকপুর রেলগেটের দক্ষিণ প্রান্তে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসে কাটা পড়ে মারা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করেন।
আলম বাবুর ছোট বোন রাবিয়া বেগম বলেন, দীর্ঘদিন ধরেই সন্তান-স্ত্রীর সাথে পারিবারিক কলহ চলছিল। সেই কলহের কারণেই আমার ভাই ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পার্বতীপুর জিআরপি পুলিশকে জানানো হয়। পরে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলামের উপস্থিতিতে মরহেদটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্যা আল মামুন বলেন, নিহত আলম বাবু রেললাইনে বসে ছিল। ট্রেনটি সর্তক হর্ণ দিলেও সে ওঠেনি। পরে ট্রেনের নিচে কাটা পড়ে।