অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারীসহ ১২ জনকে করেছে ৫৮ বিজিবি

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারীসহ ১২ জনকে করেছে ৫৮  বিজিবি

বুধবার ১১টা ২৮ মিনিটে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত প্রেস ব্রিফিংয়ে মহেশপুর ৫৮ বিজিবি জানান, ২ মার্চ ২০২১ তারিখ আনুমানিক ২১০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১০৫-আর হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সোলেমানপুর গ্রামের পাকা রাস্তার উপর হতে ৯ জন পুরুষ ৩ জন নারীসহ ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করে।

এরা সবাই অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক মোঃ সুজন আলীকে (২৪)১টি নছিমন গাড়ীসহ আটক করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×