প্রকাশিত: 07/03/2021
যুগ -পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৩ তম আবির্ভাব বর্ষ-স্মরণোৎসবের ”মহতী ধর্ম-সম্মেলন" গত ৫ মার্চ রোজ শুক্রবার অনুষ্টিত হয়৷
আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন সহ প্রতি ঋত্বিক শ্রী অনিল সুত্রধর, শ্রী অরুপ কান্তি বিশ্বাস ও শ্রী রতন দাশ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের কার্যকরী সভাপতি বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব শ্রী সজীব কুমার সিংহ রুবেল, মহান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সুযোগ্য সাধারণ সম্পাদক লায়ন শ্রী শংকর সেনগুপ্ত, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা বার এসোশিয়েনের প্রাক্তন সহ সভাপতি এডভোকেট শ্রী রনজিত মিত্র, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জনাব মোঃ শহীদুল আলী মঞ্জু, পটিয়া পৌরসভা শাখা সৎসঙ্গের সিনিয়র সভাপতি অধ্যাপক শ্রী অজিত কুমার মিত্র, সহ-সভাপতি মাস্টার কুমুদ রঞ্জন দাশ, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহ-সাধারন সম্পাদক শ্রী অমল দাশ, নির্বাহী সদস্য প্রকৌশলী শ্রী ভাস্কর চৌধুরী, তথ্য প্রযুক্তি সম্পাদক শ্রী বিপ্লব সুশীল, দপ্তর সম্পাদক প্রকৌশলী শ্রী নিহার দত্ত, সহ তথ্য প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী শ্রী টিটু দত্ত, সহ সাংস্কৃতিক সম্পাদক শ্রী দোলন দাশ, সহ আনন্দ বাজার সম্পাদক শ্রী সজল দত্ত ও শ্রী মিন্টু দে, নির্বাহী সদস্য শ্রী দোলন দাশ, হাইদগাঁও শাখার উপদেষ্টা মাস্টার অমলেন্দু দাশ, সভাপতি শ্রী সৌমেন সেন ও সম্পাদক শ্রী রুপন দত্ত, পারিগ্রাম শাখার উপদেষ্টা ডাঃ শ্রী কমল বৈদ্য, মুজাফরাবাদ শাখার উপদেষ্টা শ্রী সুর্দশন সেন মেম্বার, যুগ্ম সম্পাদক মাস্টার শ্রী মিঠু ঘোষ, দক্ষিণ ভূর্ষি কেচিয়াপাড়া শাখার সিনিয়র সহ সভাপতি মাস্টার রতন কান্তি দে, চক্রশালা শাখার সভাপতি শ্রী অজয় দাশ, খরনা শাখার উপদেষ্টা শ্রী সুভাষ সরকার সহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ।সভাপতিত্ব করেন খরনা শাখার উপদেষ্টা শ্রী নারায়ন সরকার মেম্বার।
আয়োজনে :- শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, খরনা শাখা, পটিয়া, চট্টগ্রাম।