প্রকাশিত: 08/03/2021
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অন্যের বোগদখলীয় জমি জোরপূর্বক দখল করে নেয়ার পায়তারা করছে বলে অভিযাগ উঠেছে স্থানীয় ওয়ার্ড মেম্বার সেলিম ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম ছাবির আহম্মেদের বিরুদ্ধে। এসময় বাধা দেয়ায় হামলার শিকার হয় ভুক্তভোগরা। এঘটনায় লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করে ভুক্তভোগী জাফর আহম্মদ।
আদালতে দায়েরকৃত মামলায় বলা হয়, ভুক্তভোগী ও অভিযুক্তদের মধ্যে দ্বীর্ঘদিন যাবত জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরিমধ্যে অভিযুক্ত স্থানীয় মেম্বার সেলিম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাবির আহম্মদ ও হারুনুর রশিদরা ভূয়া দলিল সৃজন করে জাফরের ভোগ দখলী জমি দখলের বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী মোবাইল ফোন করে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে অভিযুক্তরা। ঘটনাস্থলে আসা মাত্রই ভুক্তভোগী জাফরকে মারধরসহ বিভিন্ন হুমকি-ধমকি দেয় তারা। জমি দখল ছেড়ে দেয়ার জোর প্রয়োগসহ প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন জাফর আহম্মদ। এসময় তার নিকট থাকা ১০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা লুটে নিয়েছে। এমন অভিযোগও উল্লেখ রয়েছে মামলায়। একপর্যায়ের শোর-চিৎকারে স্থানীয় আশ-পাশের লোকজন জড়ো হয়। এবং থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। ওই সময় আহবস্থায় জাফরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
তবে জমি সংক্রান্ত বিরোধ এবং ওই দিন তর্কবিতর্ক হয়েছে শিকার করে অভিযুক্ত সেলিম মেম্বার বলেন এঘটনায় জাফর অভিযোগ করেছে। প্রশাসন তদন্ত করবে, অপরাধীরা হলে শাস্তি মেনে নিবেন বলে জানান তিনি।