গোয়েন্দা পুলিশের অভিযানে ১লক্ষ ২০হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত: 09/03/2021

আমানউল্লাহ আনোয়ার

গোয়েন্দা পুলিশের অভিযানে ১লক্ষ ২০হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের সদর থানাধীনা বাংলাবাজার উত্তর নয়া পাড়ায় আব্দুল গফ্ফারের ভাড়া বাসা থেকে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক লক্ষ বিশ হাজার পিস ইয়াবা উদ্দার  করেন।

(৮ই মার্চ সোমবার) রাত ৯.১০ মিঃ সময় আব্দুল গফ্ফারের ভাড়াটিয়া গোলাম শরীফ এর ছেলে (বসির আহম্মদ) ৩৮ এর বাসায় এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোঃ আলী'র নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান চালিয়ে এক লক্ষ বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

 বাংলাবাজারের উওর নয়া পাড়া পিএম খালির মৃত সামছুল আলমের ছেলে আব্দুল গফ্ফারের ভাড়া বাসায় অস্থায়ী ভাবে থাকেন, তার স্হায়ী ঠিকানা জারুলিয়া ছড়ি উপর পাড়া নাইক্ষ্যংছড়ি থানা, জেলা বান্দরবন। 

 জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাং আলী বলেন,জেলার আনাচে-কান-আচে মাদক কারবারিদের কঠোর হস্তে দমন করতে জেলা গোয়েন্দা পুলিশ সদা প্রস্তুত, এবং ছোট-বড় কোন মাদক কারবারিরা ছাড় পাবেনা। সে যত বড় প্রভাবশালীই হোকনা কেন।

 উদ্ধার কৃত এক লক্ষ বিশ হাজার পিস ইয়াবা   স্থানীয় জনগণ্ ও সংবাদকর্মীদের উপস্থিতিতে গণনা করে জব্দ করা হয়। মাদক কারবারি(বসির আহমদ) পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত বাসা থেকে পালিয়ে যায়।

 পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানাযায়।

আরও পড়ুন

×