গায়ানার সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৯৮

প্রকাশিত: 10/03/2021

নিজস্ব প্রতিবেদন :

গায়ানার সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৯৮

মধ্য আফ্রিকার দেশ ইকোটরিয়াল গায়ানার একটি সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

প্রাথমিকভাবে ৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছেন উদ্ধারকর্মীরা।  ধ্বংসস্তূপের ভেতরে আরও অনেক মৃতদেহ খুঁজে পান বলে সোমবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার দেশটির বৃহত্তম শহর বাটায় একটি সামরিকঘাঁটিতে সিরিজ বিস্ফোরণে অন্তত ৬১৫ জন আহত হোন।

দেশটির প্রেসিডেন্ট রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, রোববার সেনাঘাঁটিতে বিস্ফোরণের প্রদান কারণ দায়িত্বশীলদের অবহেলা। ভয়ানক বিস্ফোরক ডিনামাইটগুলো অযত্নে ফেলে রাখার কারণে এগুলো বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।

এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এক টুইটার বার্তায় জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছিলেন।

আহতদের বাঁচাতে রক্ত দেওয়ার আহ্বান জানানো হয়েছে দেশটির গণমাধ্যমে। হাসপাতালের বেডে স্থান সংকুলান না হওয়ায় আহত অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।  

আরও পড়ুন

×