প্রকাশিত: 11/03/2021
রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতালের সংলগ্ন এলাকা থেকে কাজী সালাউদ্দিন মাসুম (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে । আজ বুধবার (৯মার্চ) সকালে খিলগাঁও থানার পুলিশ তার লাশটি উদ্ধার করে । কাজী সালাউদ্দিন মাসুমের বাড়ী গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার বোায়ালিয়া গ্রামে । তিনি স্বপরিবারে খিলগাঁ মেরাদিয়া কমিশানের গলিতে থাকতেন তার এক মেয়ে এক ছেলে । খিলগাঁও থানার উপ-পরিদশর্ক সুজিত কুমার সাহা ডে-ন্ইাট নিউজকে জানান , খিলগাঁও চৌরাস্তায় কয়েকটি দোকানের নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করতেন । তাহার কর্মরত স্থান থেকে আধা কিলোমিটার দুরে খিদমা হাসপাতলের সামনের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয় । তার মুখমন্ডলসহ মাথায় কান সহ বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে । পুলিশের ধারনা গত মঙ্গলবার দিবাগত রাতে দুস্কৃতকারীরা নিরাপত্তাকর্মী সালাাউদ্দিনকে খুন করে খিদমাহ হাসপাতালের সামনে ফেলে গেছে । লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।