মারা গেছেন ক্যাসেট টেপের উদ্ভাবক অটেনস

প্রকাশিত: 12/03/2021

নিজস্ব প্রতিবেদন :

মারা গেছেন ক্যাসেট টেপের উদ্ভাবক অটেনস

অডিও ক্যাসেট টেপ ও সিডির উদ্ভাবন করে বিপ্লব এনে দেওয়া লোও অটেনস মারা গেছেন। 

গত শনিবার নেদারল্যান্ডের ব্রাবান্টে নিজ বাড়িতেই মারা যান এই বিজ্ঞানী। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৯৪ বছর। 

প্রকৌশলবিদ্যায় লেখাপড়া শেষ করা অটেনস ফিলিপসে তার চাকরিজীবন শুরু করেন। ১৯৫২ সালের কথা, আট বছর পরে কোম্পানির প্রবর্তিত পণ্য উন্নয়ন বিভাগের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

কয়েক বছরের মধ্যে প্রথম বহনীয় টেপ রেকর্ডার উদ্ভাবন করেন অটেনস এবং তার দল। বিশ্বজুড়ে যার লাখ লাখ কপি বিক্রি হয়েছে।

আরও পড়ুন

×