মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৯ জন আটক

প্রকাশিত: 12/03/2021

ঝিনাইদহ প্রতিনিধি:

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৯ জন আটক

অবৈধ ভাবে ভারতে প্রবেশের জনশ্রোত ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আটকের পর জেল হাজতে দিয়েও কোন ভাবেই অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। প্রতিদিন ভারতে প্রবেশের জন্য মহেশপুর সীমান্তে বাংলাদেশীরা জড়ো হচ্ছে। বুধবার ১৫ জন আটকের পর বৃহস্পতিবার আবারো ৯ জনকে আটক করেছে মহেশপুরের ৫৮ বিজিবি। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান প্রেরিত এক ই-মেইল বার্তায় জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলার ভগবতিতলা প্রাইমারি স্কুল এলাকা দিয়ে ভারতে প্রবেশের জন্য অপেক্ষা করছিল ৯ জন নারী পুরুষ। খবর পেয়ে সামন্তা বিজিবির সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলেন, নড়াইলের কালিয়া গ্রামের দিপংকর ঘোষ (৫০), কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া গ্রামের মোঃ মোস্তফা কামাল (২২), চট্রগামের পটিয়া উপজেলার ইয়াছমিন (২৫), মোঃ সমির (০৯), মোছাঃ সামিয়া সুলতানা, মোঃ ইমরান (১.৫) মংলা উপজেলার জয়মনি গ্রামের দিপালী হালদার (২৫), সুজন রাই (০৬) ও মোড়লগঞ্জ উপজেলার শরনাসী গ্রামের হাফিজুলের স্ত্রী মোছাঃ চম্পা (২৩)। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে ভারতে গমন চেষ্টার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন

×