প্রকাশিত: 12/03/2021
অনেকদিন আগের কথা শ্রীমদ্ভগবদগীতা শিক্ষার আলোকে সনাতনী সন্তানদের আলোকিত করার মানসে চট্টগ্রাম জেলার অন্তর্গত রাঙ্গুনিয়া উপজেলায় আত্মপ্রকাশ করেন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘ নামে সংগঠনটি ৷অন্যান্য সনাতনী সংগঠনের মতো কোন পদ পদবী না রেখে সবার জন্য একই পদ রেখে প্রতিষ্টা করেন সংগঠনটির প্রতিষ্টাতা চট্টগ্রামের বিশিষ্ট গীতা ও চন্ডী পাঠক ,গীতা প্রশিক্ষক শ্রী টিটু দত্ত মহোদয় ৷
সংগঠন করার পরপরই শুরু করেন গীতা শিক্ষা প্রচার এবং প্রসারে গীতা বিদ্যাপীঠ চালু করা ৷রাঙ্গুনিয়া ,রাউজান ,কাপ্তাই এলাকার প্রত্যন্ত অঞ্চলে গীতা বিদ্যাপীঠ চালু করে অসংখ্য সনাতনী ছেলে মেয়েদের গীতা শিক্ষায় শিক্ষিত করে তোলেন ৷
গীতা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গীতা এবং গীতা সামগ্রী প্রদান করা হয় ৷
শুধু মাত্র গীতা শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখেন নি সংগঠনকে ৷কন্যা দায়গ্রস্থ পিতার পাশে দাঁড়িয়েছেন সবসময় ৷মেধাবী অথচ গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরন করেছেন বই ,খাতা ,কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী ৷
একমাত্র একজন ব্যাক্তি শ্রী টিটু কুমার দত্ত মহোদয় বিভিন্ন দানশীল ব্যাক্তির দরজায় দরজায় ঘুরে ঘুরে এত মহাযজ্ঞ সম্পন্ন করেছেন ৷শুধু তাই নয় ,করোনা মহামারিতে সবচেয়ে বেশি কাজ করেছেন এই সংগঠন ৷প্রায় হাজারের মতো অসহায় পরিবারের কাছে ভালবাসার উপহার সরুপ খাদ্য সামগ্রী বিতরন করেছেন ৷দিয়েছেন অসহায় গীতা পাঠক এবং যন্ত্রশিল্পীদের মাঝে নগদ অর্থ সহায়তা ৷
অক্লান্ত শ্রম আর ত্যাগের বিনিময়ে সাধিত হয়েছে সংগঠনের এই মহাযজ্ঞ ৷বাসুদেব অনাথ আশ্রমের অনাথ ভাইদের জন্য খাদ্যসামগ্রী ,বিভিন্ন মঠ মন্দিরের পূজারী ,অনাথ শিশু দের মাঝে বিতরন রাঙ্গুনিয়া উপজেলা সহ বিভিন্ন সুধী মহলে প্রশংসিত হয় ৷
প্রতিষ্টাতা টিটু দত্ত বলেন ,যাঁদের কাছে চেয়েছি সবাই সহযোগীতা করেছেন ৷বাসুদেব অনাথ আশ্রমে দ্বিতীয় বার যখন খাদ্য সামগ্রী পৌঁছাবো ঠিক তার আগের দিন চট্টগ্রামের এক মহাপ্রান ভ্রাতা কিছু মরিচ মসলা হলুদের গুড়া দান করেন সেগুলি যখন আনতে যাবো ,সংগঠনের উপদেষ্টা অসীম দে সহ মোটরসাইকেল যোগে রওনা দিলাম ৷পথিমধ্যে প্রচুর বৃষ্টি শুরু হলো ৷কোন খালি জায়গা পেলাম না যে একটু দাঁড়াবো ৷মনে করেছিলাম সেদিন জ্বর আসবে শরীরে ৷আশ্চর্যের বিষয় কোন জ্বর সর্দি অনুভব করিনি ৷
শারদীয় দূর্গোৎসবে বাসুদেব অনাথ আশ্রমের ২০০ জন অনাথ শিশু সহ ভূবনেশ্বরী বেদান্ত মঠ ও মিশনের অনাথ শিশু এবং পৌরহিত ব্রাক্ষ্মনদের সহ অসহায় নারীদের মাঝে শাড়ী এবং বস্ত্র বিতরন করেন ৷
ভবিষ্যতেও মানবতার কাজ করে যাবো আমরা রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘ পরিবার ৷
সকলের প্রতি আন্তরিক কৃৃতজ্ঞতা যেভাবে আমাদের সহযোগীতা করেছেন মানবতার কাজে ভবিষ্যতেও আপনাদের সহযোগীতায় এগিয়ে যাবে প্রানের সংগঠন বললেন সংগঠনের প্রতিষ্টাতা বিশিষ্ট গীতা ও চন্ডী পাঠক শ্রী টিটু কুমার দত্ত মহোদয় ৷