এবার হাসপাতালে ‘আমরা করব জয়’ সংগঠনের পরিচ্ছন্নতা কর্মসূচি

এবার হাসপাতালে ‘আমরা করব জয়’ সংগঠনের পরিচ্ছন্নতা কর্মসূচি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত ৪ মার্চ স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিদায়ী অনুষ্ঠান ও বনভোজন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক ডা. আহাদ আলী, দিনাজপুর জেলা সিভিল সার্জন মো. আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন। অনুষ্ঠান তো সেইদিনেই শেষ কিন্তু অনুষ্ঠানের ময়লা-আবর্জনাগুলো সেখানে পড়ে থাকল। হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় সাতদিনেও সেগুলো পরিষ্কার না করায় অবশেষে বিষয়টিতে চোখ পড়ে অরাজনৈতিক সামাজিক উন্নয়নক কর্মকাÐমূলক সংগঠন ‘আমরা করব জয়’ এর সদস্যদের। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে স্বেচ্ছাশ্রম দিয়ে সেই ময়লা-আবর্জনাসহ হাসপাতালের বিভিন্নস্থরের ময়লা পরিষ্কারের লক্ষ্যে নেমে পড়ে একদল তরুণ-তরুণী। 
    সরেজমিনে দেখা যায়, শরীরে সংগঠনের গেঞ্জি, মুখে মাস্ক, মাথায় হেড কভার, হাতে ঝাড়–, বেলচা ও বস্তা নিয়ে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ঝাঁপিয়ে পড়েন তারা। 
    ‘পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠুক আমাদের হাতে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে সংগঠনের সংগঠক প্লাবন শুভ, সদস্য মৌসুফ পারভেজ শুভ, মিনহাজ উদ্দিন সজল, আব্দুর রহিম গুলুলু, তানজিদ সাফায়েত, শর্মিলী ছন্দা, রিয়া গুপ্তা, মাহফুজা রহমান সিমা, আমিনুল ইসলাম, শাহরিয়া আফিস দিনার, জাকিরুল ইসলাম জাকিরসহ আরো অনেক সদস্যরা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নেন।  
    সংগঠনটির সংগঠক প্লাবন শুভ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স অপরিষ্কারের বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি আমাদের চোখে পড়ার সাথে সাথে আমরা উদ্যোগ গ্রহণ করি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ি। মানুষ সুস্থ হতে যায় স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সটির চারিপাশ খুবই অপরিষ্কার ও স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। আমরা চাই স্বাস্থ্য কমপ্লেক্সসহ আমাদের চারিপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে। আসুন মনকে সুন্দর করি, দেশকে পরিষ্কার করি। 
    সংগঠনটির সকল সদস্যরা পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। তার সকল নাগরিকের প্রতি আহবান জানান, মানুষকে রোগজীবানু থেকে রক্ষা করে সুস্থভাবে বাঁচাতে আসুন পরিচ্ছন্ন মানসিকতা গড়ে তুলি, পরিহার করি যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার নোংরা অভ্যাস, গড়ে তুলি পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত সোনার বাংলা। 
    তাদের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোগীদের স্বজনসহ সচেতন মহল। 
 

আরও পড়ুন

×