প্রকাশিত: 13/03/2021
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের সংঘর্ষে হায়েস মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার নিমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সাক্কু ও মোস্তফা গ্রুপের মধ্য এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে নিহত হায়েসের ভাই ফায়েজ মিয়াকে হত্যাকাণ্ডের শিকার হন। সেই ঘটনায় করা মামলার জেরে উভয় পক্ষে আধিপত্য ও বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ওসি আলমগীর ভূইয়া। তিনি বলেন, দুই পক্ষের এ হামলায় একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।