প্রকাশিত: 15/03/2021
‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রেধ করি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবীব, ফুলবাড়ী শাখা সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক হাবিবা সুলতানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান মানিক রতন, থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাহামুদুল হাসান, ফুলবাড়ী প্রেসক্লাবের আইটি সম্পাদক দৈনিক দেশ মার যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জগদিশ মহন্ত, প্রমুখ।
এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ খাদ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীরা অংশ নেন।