৪ নাং সাবরাং উই. পি নির্বাচনে নৌকার প্রতীক পেলেন সোনা আলী!

৪ নাং সাবরাং উই. পি নির্বাচনে নৌকার প্রতীক পেলেন সোনা আলী!

১১ এপ্রিল দেশে ১ম ধাপে অনুষ্ঠিতব্য ইউ পি নির্বাচনে কক্সবাজারের ১৫ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন চুড়ান্ত হয়েছে। তন্মধ্যে টেকনাফ উপজেলার ৪নাং সাবরাং উই পি নির্বাচনে নৌকার প্রতীক পেয়ে মনোনীত হলেন, শাহাপরীর দীপের কৃতি সন্তান সোনা আলী। বেশ কিছুদিন আগে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি অনেক আগে থেকে বাংলাদেশর বৃহত্তম সংগঠন আওয়ামী লীগের সাথে জড়িত। ছাত্র জীবনে ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ, আওয়ামীলীগ ইত্যাদি করে আসছি দীর্ঘদিন যাবত। এক কথায় তিনি এক আওয়ামী লীগের প্রবীন নেতা হিসেবে টেকনাফ উপজেলায় পরিচিতি লাভ করেন। তিনি আরো বলেন, জনগণ যদি আমাকে সাবরাং উই পি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করে, মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষনা বাস্তবায়ন করা, তার স্থেহারায় আরো থাকেব, মানব পাচার, চাঁদাবাজ সন্ত্রাস ইত্যাদি প্রতিহত করা, এবং সাবরাং দূর্গম এলাকার সোনালি রূপ দেওয়া। অবশেষে তার আশা-প্রত্যাশা বাস্তবায়নের জন্য জনগণের কাছে দোয়া আর্জি সোনা আলী সাহেব। তিনি নৌকার প্রতীক পাওয়াতেই ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান, সাবরাং এলাকার সর্বস্তরের জনসাধারণ।

আরও পড়ুন

×