প্রকাশিত: 17/03/2021
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব উপলক্ষে মহতী ধর্মীয় সম্মেলন ২০২১ ইং গত ১৬ মার্চ রোজ মঙ্গলবার শান্তিনিকেতন পৌর এলাকাস্থ সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গনে অনুষ্টিত হয়৷
২ দিন ব্যাপী মহোৎসবের প্রথমদিন ভোরে বিনতী প্রার্থনা ,শ্রী শ্রী ঠাকুরের জন্মলগ্ন ঘোষনা ,শ্রী শ্রী ঠাকুর পূজা ,সদ্ দীক্ষা দান অনুষ্টিত হয়৷
বিকেল বেলা ৩ ঘটিকার সময় অনুষ্টিত হয় বিশিষ্ট সংগীত শিল্পী রাতুল বৈদ্যের সংগীত পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃৃতিক অনুষ্টান ৷এবং শ্রী সুজয় বৈদ্যের মনোমুগ্ধকর ধারা বর্ননায় শ্রী শ্রী ঠাকুরের দিব্যজীবনের আলোকে গীতিআলেখ্য৷
সন্ধ্যা প্রার্থনার পর পরই শুরু হয় ধর্মীয় সন্মেলন উক্ত মহতী ধর্মীয় সম্মেলনে শ্রী সুজয় বৈদ্য'র উপস্থাপনায় সভাপতি হিসেবে ছিলেন শ্রী গৌরাঙ্গ মোহন দে, প্রধান উপদেষ্টা, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম। শুভ উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অমল দাশ, সহ সম্পাদক, চট্টগ্রাম জেলা সৎসঙ্গ৷
প্রধান অতিথি হিসেবে ছিলেন, লায়ন অনিমেষ রায় চৌধুরী সহ হিসাব নিরীক্ষক, চট্রগ্রাম জেলা সৎসঙ্গ প্রধান ধমীয় আলোচক হিসেবে ছিলেন শ্রী দোলন কুমার দে (স.প্র.ঋ)৷
বিশেষ অতিথি হিসেবে ছিলেন নব নির্বাচিত রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃঅলি আহমেদ (শিক্ষক) ও মহিলা কাউন্সিলর দিলু আক্তার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রী দোলন দাশ (চট্রগ্রাম জেলা সৎসঙ্গ), শ্রী গোকুল সিকদার ( স.প্র.ঋ),শ্রী সুমন দে (যাজক),শ্রী বিকাশ চন্দ্র দে সভাপতি শান্তিনিকেতন সৎসঙ্গ আশ্রম, মাষ্টার শ্রী সঞ্জিত দে,শ্রী নেপাল চন্দ্র দে শিক্ষক ,শ্রী দীপেন বৈদ্য প্রধান শিক্ষক প্রমুখ৷ স্বাগত আলোচনা করেন শ্রী আশুতোষ দে, সাধারন সম্পাদক, শান্তিনিকেতন সৎসঙ্গ আশ্রম৷
উল্লেখ্য যে উক্ত মহতী ধর্মীয় সম্মেলনে গত কিছু দিন আগে রাঙ্গুনিয়া পারুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে চট্রগ্রাম জেলা সৎসঙ্গের কতৃক আর্থিক সহায়তা প্রদান করা হয় ও শান্তিনিকেতন গ্রামের গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৩জনকে ৩টি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
১৭ মার্চ ব্রাক্ষ্ম মুহুর্তে অষ্টপ্রহর ব্যাপী নাম যজ্ঞের শুভারম্ভ হয় ৷বিপুর ভক্তজন আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদন করেন এবং অনেকের সদমন্ত্রে দীক্ষা হয় ৷