ইউ পি নির্বাচন কে কেন্দ্র করে জনসভা করেন চেয়ারম্যান আব্দুল মাবুদ

ইউ পি নির্বাচন কে কেন্দ্র করে জনসভা করেন চেয়ারম্যান আব্দুল মাবুদ

রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দুই-দুই বার সফল চেয়ারম্যান জনাব, সাংবাদিক আব্দুল মাবুদ, নির্বাচন কে কেন্দ্র করে আলোচনা সভা করেন, থোয়াইংগা কাটা ঢালার মুখ ষ্টেশন চত্বরে, এই সময় তিনি বলেন, বিগত ১০ বছর আমি এই খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে জনসেবা করে আসছি, সবার সুখে দুখে পাশে ছিলাম, গরীব দুখী অসহায় মানুষের ডাকে সাড়া দিয়েছে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সবার পাশে থাকার চেষ্টা করেছি, যদি আবারও আপনারা চান তাহলে আমি আবারও আপনাদের সেবা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। উক্ত এলাকার জৈনক সাংবাদিক বক্তব্য দিতে গিয়ে বলেন, আব্দুল মাবুদ এমন একজন লোক, যার সততাই এই খুনিয়াপালং বাসীকে কে মুগ্ধ করেছে, এবং সবার হৃদয়ের মণি হয়ে গেছ, তিনি কখনো আপন মানুষ কিংবা দল মত দেখে বিচার সালিশ করেনি, সবসময় সঠিক বিচার করার আপ্রাণ চেষ্টা করেছেন, আমরা এক দুই বার নয়, যতদিন আব্দুল মাবুদ ভাইকে আল্লাহ তায়ালা দুনিয়াতে রাখবেন ততদিন তাকে আমরা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। উক্ত আলোচনাসভায় থোয়াইংগা কাটা এলাকার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি এবং হাস্যউজ্বল মুখ ও জনসমর্থনের মধ্যদিয়ে আলোচাসভার সমাপ্তি ঘঠে।

আরও পড়ুন

×