ঝিনাইদহের শৈলকূপা থেকে মুঘল আমলের ২৭টি রৌপ্য মুদ্রা উদ্ধার

ঝিনাইদহের শৈলকূপা থেকে মুঘল আমলের ২৭টি রৌপ্য মুদ্রা উদ্ধার

ঝিনাইদহের শৈলকূপা থেকে মুঘল আমলের ২৭টি রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বাগুটিয়া গ্রামের বাসিন্দা নেওয়াজ উদ্দিন জোয়ার্দারের বাড়ি থেকে এসব মুদ্রা উদ্ধার করা হয়।

এ সময় মুদ্রা রাখার ধাতব পাত্রের একটি অংশও পাওয়া যায় বলে জানা গেছে। শৈলকূপা থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান জানান, নেওয়াজ জোয়ার্দার বাড়ির পাশে দো সতিনের বিল থেকে ভেকু দিয়ে মাটি কেটে বাড়ির আঙিনায় রেখেছিলেন।

পরে মাটি বিছানোর সময় পর্যায়ক্রমে ২৭টি মুদ্রা পান। মুদ্রার ওপর ফারসি লেখা থাকায় সেগুলো মুঘল আমলের বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ মুদ্রা রাখার ধাতব পাত্রের একটি অংশ উদ্ধার করে।

আরও পড়ুন

×