প্রকাশিত: 19/03/2021
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সংখ্যালঘু নির্যাতনরোধে দুর্নীতি থামান, তা না হলে দুর্নীতির রোষানল থেকে ছড়িয়ে পড়া সংখ্যালঘু নির্যাতনে পুড়ে যাবে বাংলাদেশ। ১৮ মার্চ বিকেল ৪ টায় তোপখানা রোডস্থ নতুনধারার চেয়ারম্যান-এর কার্যালয়ে অনুষ্ঠিত ‘স্বাধীনতা ৫০ বছরে রাজনৈতিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। তিনি এসময় সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে পুলিশ-প্রশাসনে ঘুপটি মেরে থাকা দেশ বিরোধীদের দুর্নীতি থামানোর জন্য জরুরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
প্রেসিডিয়াম মেম্বার প্রকৌশলী লিলি চৌধুরীর সভাপতিত্বে এতে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান নায়লা ইসলাম, সদস্য রাকিব হাসান শাওন, স্বপন দত্ত, রিয়াজ সিকদার, হাবিবাহ নাসরীন প্রমুখ বক্তব্য রাখেন।