লক্ষীপুরে প্রধান মন্ত্রীর আশ্রয় প্রকল্প ৫১দিনে ফাটল

প্রকাশিত: 19/03/2021

মোঃ রফিকুল ইসলাম

লক্ষীপুরে প্রধান মন্ত্রীর আশ্রয় প্রকল্প ৫১দিনে ফাটল

লক্ষীপুরে প্রধান মন্ত্রীর দপ্তরের আশ্রয়ন -২ প্রকল্পের অধীনের রায়পুর নির্মান করা বেশ কয়েকটি ঘর ফাটল দেখা দিয়েছে । গত  (২৩ জানুয়ারী) প্রধান মন্ত্রী  শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করেছেন । উপজেলা প্রশাসন সুত্রে জানা যায় , উদ্বোধনের পর উপজেলা পরিষদের হল রুম সুবিধাভোগী ১১৫টি পরিবারের হাতে  এ ঘর ও দলিল তুলে দেওয়া হয়েছে । এরপর মাত্র ৫১ দিনের মাথায় ফাটল সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়াছে । আবার অন্য দিগে কিছু ঘরের মেঝে ফাটল দেখা দিয়াছে । ভবনে বসবাসরত বাসিন্দারা বলেন যে  এখন সামন্য ফাটল দিয়েছে তবে ভবিশৎতে বড় ধরনের ফাটল দেখা দিতে পারে এ নিয়ে তারা শংকায় দিন কাটাচ্ছেন । সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে প্রথমে রায়পুর উপজেলার প্রতি ঘর নির্মান বাবৎ খরচ  ১লাখ ৭১ হাজার টাকা  এতে ২৫ টি ঘর বরাদ্দা দেওয়া হয়েছে  । এ প্রকল্পের বাস্তবায়নের সভাপ্রতি করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরীকে  । তদারকি করেন উপজেলা প্রকল্প ও বাস্তবা দায়িত্বে ছিনলেন দিলীপ দে । প্রকল্পের আওতায় উপজেলার দক্ষিন চরবংশি ইউয়নের হাজিমার মেঘনা নদীর সংলগ্ন হাজিমার এলাকায় ২৫টি ঘর নির্মান করা হয় ।  বর্তমানে এ প্রকল্পের অধীনে নতুন ২৫টি ঘরের নির্মাধীন কাজ চলছে ্। প্রকল্পের কর্মরত সুভাস ও মোবারক  বলেন আমরা ৬৫ শ্রমিক কর্মরত ছিলাম কিন্ত দুঃখের বিষয় বাজেট কম থাকার কারনে কাজটি ঠিক মত করতে পারিনি । দক্ষিন চরবংশি ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজির দাবি কম বরাদ্দ পাওয়ায় নিন্মানের সামগ্রী দিয়ে ঘর নির্মান করা হয়েছে । তবে ইরি ক্ষেতের কারনে এসব ফাটল দেখা দিয়াছে
এই ব্যাপারে লক্ষীপুর জেল প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ বলেন , রায়পুর চরকাছিয়া গ্রামের ঘরগুলি পরিদর্শন করেছি । প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে ব্যবহার উপযোগী  করতে উপজেলা উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নিদের্শ দেওয়া হয়েছে । 

 

আরও পড়ুন

×