বলাৎকারের অভিযোগে কমলনগরে মাদ্রাসা শিক্ষক আটক!

বলাৎকারের অভিযোগে কমলনগরে মাদ্রাসা শিক্ষক আটক!

লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের, চর লরেঞ্চ মুসলিম পাড়া এলাকা থেকে প্রথম জা'মাত পড়ুয়া শিশু বলাৎকারের অভিযোগে মোহাম্মদ মিল্লাত (২৫) নামে এক কওমি মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার রাতে কমলনগর থানা পুলিশ অভিযান চালিয়ে এই শিক্ষককে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত শিক্ষক মিল্লাত উপজেলার মধ্য চর মার্টিন ইউনিয়নের আলী হোসেনের পুত্র ও মুসলিম পাড়া সুলতানিয়া কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক এবং স্থানীয় জামে মসজিদের ইমাম।

ঘটনার বিবরণে শিক্ষার্থীর মামা মোঃ সেলিম জানান, শিশুটি একই মাদ্রাসার প্রথম জা'মাতের শিক্ষার্থী। উক্ত শিক্ষার্থীকে মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ মিল্লাত (২৫) প্রায় সময় যৌন হয়রানি করে আসছিল। শিক্ষক বিভিন্ন সময় ভ্যাসলিন, লোশন জাতীয় তরল পদার্থ দিয়ে ছাত্রের হাতে তার পুরুষাঙ্গ মালিশ করিয়ে আসছিলেন এবং একাধিকবার শিশুটিকে বলাৎকার করেছিলেন।

সর্বশেষ, ১১মার্চ শিশুটিকে বলাৎকার করা হলে তার প্রচুর রক্তক্ষরণ দেখা দিলে শিশুর মা স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা করিয়ে মসজিদ ও মাদ্রাসার কর্তৃপক্ষকে জানায়।  কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় শুক্রবার শিশুর মা বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওই কওমি শিক্ষককে গ্রেফতার করেন।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। পরবর্তীতে তাঁর জবান বন্দী রেকর্ড করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

×