ফুলবাড়ীতে মাস্ক পরা নিশ্চিত করতে থানা পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচি

ফুলবাড়ীতে মাস্ক পরা নিশ্চিত করতে থানা পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচি

‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার কোভিড-১৯ মোকাবেলায় দিনব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেছে থানা পুলিশ। 
    সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মাস্ক ও ফুল হাতে থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফখরুল ইসলামের নেতৃত্বে দিনব্যাপী অবস্থান নেন পুলিশ সদস্যরা। যাদের মুখে মাস্ক রয়েছে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ যাদের মুখে মাস্ক নাই তাদেরকে মাস্ক পরিয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা হয়। 
    ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, করোনাভাইরাস উর্ধ্বমূখী হওয়ায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ফুলবাড়ী শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে। 

আরও পড়ুন

×